খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পথচারি নারীর পরিচয় মিলেছে। সে উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের খোরশেদ আলি গাজীর স্ত্রী ভানু বিবি (৬০)। 
উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় মহাসড়কের পাশে রক্তাক্ত ও বিকৃত অবস্থায় এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে থানা পুলিশ সন্ধ্যার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া পুকুর পাড় নামক স্থানে মহাসড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে। 
এস আই নুরুল ইসলাম বলেন, প্রথমে পরিচয় না পেয়ে বেওয়ারিশভাবে মৃতদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। এরপর পুলিশের তথ্যানুসন্ধানে সোমবার সকালে খুলনা জেলা পুলিশের সিআইডি শাখার একটি দল পরিক্ষা নিরীক্ষা পূর্বক মৃতদেহের পরিচয় সনাক্ত করে। সে উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর চাকুন্দিয়া গ্রামের খোরশেদ আলি গাজীর স্ত্রী ভানু বিবি। দুপুরে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে। হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত নারি সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির যে কোন যানবাহন তাকে আঘাত করতে পারে। প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হতে পারে।