খুলনা | মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী সিএসই ফেস্ট উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী এনডব্লিউইউ সিএসই ফেস্ট-২০২৫। গতকাল সোমবার সকালে নগরীর তেঁতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টটার্ন ইউনিভার্সিটির ভবন-২ এর সিএসই বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফেস্ট উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।
এ সময়ে উপস্থিত ছিলেন  বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান, কম্পিউটার ক্লাব কম্পট্রন এর এডভাইজার এবং সিএসই ফেস্ট এর আহŸবায়ক এম রায়হান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কম্পট্রন ক্লাব এর কমিটি ও সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানা  গেছে, ২ দিনব্যাপী এ সিএসই ফেস্ট এ দেশের নামকরা ৭০টি ইনস্টিটিউট থেকে প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।