খুলনা | মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক হরিণ ধরার ফাঁদ, বরফ ও কীটনাশক জব্দ

মোংলা প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


সুন্দরবনের কটকা অভয়ারণ্যের খাল থেকে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার বিকেলে প্রায় আড়াই মণ হরিণ ধরার নাইলনের ফাঁদ, ৩ বোতল কীটনাশক ও বরফ বোঝাই একটি নৌকা আটক হয়। পরে দুপুরের দিকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দুপুর ও বিকেলে পৃথক দু’টি অভিযান চালায়। বনের কটকার সাইড খালে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ, তিন বোতল কীটনাশক, বরফ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীচক্র সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ ছাড়া এদিন দুপুরে গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা একটি ট্রলার ও জালসহ ৫ জেলেকে আটক করে। আটক জেলেরা হলো বায়জিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আলামিন ও মুন্না। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে জানা গেছে। বনরক্ষীদের অভিযানে আটক নৌকা বোঝাই হরিণ ধরার ফাঁদ ও বরফ স্থানীয় ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকা অভয়ারণ্য থেকে আটক জেলেরা বন বিভাগের পাস না নিয়ে অবৈধভাবে মাছ ধরার প্রস্তুতি নিয়েছিলো।  তাদের  বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিদের বাকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।