খুলনা | মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২

একটি বাড়ি একটি গাছ-সবুজায়নের অঙ্গীকারে খুলনা-৪ আসনে বিএনপি’র ব্যতিক্রমী প্রচারণা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


খুলনা-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি যখন ২৩৬টি আসনে প্রার্থী দিয়েছে, তখন থেকেই একদল বুঝে গেছে যে ভোটযুদ্ধে তারা আমাদের মোকাবিলা করতে পারবে না। তাই তারা এখন ষড়যন্ত্রে নেমেছে কীভাবে নির্বাচন বিলম্বিত করা যায় সেটাই তাদের মূল চিন্তা। গতকাল সোমবার বিকেলে তেরখাদা ও রূপসার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
হেলাল বলেন, “বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আদালতের বাইরে নিষিদ্ধ করা সংবিধানসম্মত নয়। প্রচলিত আইনে বিচার হতে হবে। মানুষ ধর্মে বিশ্বাস করে ও পালন করে, কিন্তু একটি দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। সরকার গঠন করলে নারীদের জন্য দেওয়া হবে পারিবারিক কার্ড এবং ৫০ লাখ কৃষাণীর হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড।” 
বিকেল ৪টায় অজগড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় “একটি বাড়ি, একটি গাছ সবুজায়নের অঙ্গীকার” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরবর্তীতে শেখপুরা বাজারে মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেন। বিকেল সাড়ে ৫টায় শ্রীফলতলার জেবিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রিয়াজ মোল্লা, জাবেদ হোসেন মল্লিক, বিকাশ মিত্র, শাহাবুদ্দীন ইজারাদার ও মহিলা দলের সভানেত্রী মর্জিনা প্রমুখ।