খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

শেষ বিকেলে স্পিনারদের দাপটে স্বস্তি ফিরল টাইগার শিবিরে

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৭ পি.এম | ১১ নভেম্বর ২০২৫


দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

সিলেট টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড। ৫৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন বেন মেকার্থি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় আইরিশরা। খালি হাতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সাজঘরে পাঠান পেসার হাসান মাহমুদ।

এরপর একের পর এক মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্যদিকে রানের গতি বাড়ান দুই আইরিশ ব্যাটার পল স্টার্লিং ও কারমাইকেল। ফিফটি তুলে নেন স্টার্লিং। ১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় সেশনে ফিরেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। দুইবার জীবন পাওয়া স্টার্লিংকে আউট করেন পেসার নাহিদ রানা। ৬০ রান করে ফিরে যান এই আইরিশ ওপেনার।

এরপর ক্রিজে এসেই আউট হন হ্যারি টেক্টর। মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এরপর কুর্টিস ক্যাম্ফার-কেড কারমাইকেল জুটি কিছুটা নিয়ন্ত্রন নেন। এই জুটিতে ৫৩ রান যোগ করেন আইরিশ ব্যাটাররা। তবে বেশিক্ষন থিতু হতে দেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিভার্স সুইপ করেন কারমাইকেল ঠিকঠাক পারেননি, হাতে লেগে ক‍্যাচ যায় লেগ স্লিপের দিকে।

ডাইভ দিয়ে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। তাতে পাল্টায় সিদ্ধান্ত। হতাশা নিয়ে ফেরেন কারমাইকেল। ভাঙে ৯৩ বল স্থায়ী ৫৩ রানের জুটি। এদিকে কারমাইকেল ফিরলেও দলীয় সংগ্রহ বাড়িয়ে নিতে তেমন একটা বেগ পেতে হয়নি আইরিশদের।

লরকান টাকারকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন ক্যাম্ফার। তবে দলীয় ২০৩ রানে ক্যাম্ফার সাজঘরে ফিরেন ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতে। টাকারও এরপর আউট হন ব্যক্তিগত ৪১ রানে। বেন ম্যাকার্থি ও জর্ডান নিল অষ্টম উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে কিন্তু দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দেন তাইজুল। এ জুটিতেই স্কোরবোর্ডে ৪৮ রান যোগ করে আয়ারল্যান্ড দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে।