খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

খুলনায় ছাত্রলীগ নেতা সাকের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০৫:৫৮ পি.এম | ১১ নভেম্বর ২০২৫

 
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল আলম সাকেরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ নাশকতার মাধ্যমে নগরীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। সেই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে সাজ্জাদুল আলম সাকেরকে গ্রেফতার করা হয়েছে।

ওসি তৈমুর ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাকের নাশকতার উদ্দেশ্যে সংগঠনের কিছু নেতাকর্মীকে একত্রিত করার চেষ্টা করছে। খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।”

গ্রেফতারের পর সাকেরকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।