খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩টি নৌকা জব্দ

কয়রা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ১২ নভেম্বর ২০২৫


সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকা হতে ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল, বরফসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। 
জানা গেছে সোমবার দিবাগত রাত ২টার দিকে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়ুয়া শিবসা নদীর নাকজোড়া খাল এলাকা হতে এ সকল নৌকা জব্দ করা হয়। বন কর্মকর্তা বলেন জব্দকৃত ৩টি নৌকায় ১০ জনের বেশি জেলে ছিল বলে ধারনা করা হয়েছে। এরা বিষ প্রয়োগে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকার  করে থাকে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।