খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

প্রথম চার ব্যাটারের ৮০ ছাড়ানো ইনিংসে বাংলাদেশের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৩ পি.এম | ১৩ নভেম্বর ২০২৫


আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই দল সিরিজের প্রথম ম্যাচটি খেলছে সিলেটে। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে রান পাহাড় গড়ছে টাইগাররা। ইতোমধ্যেই পেয়েছে ২৯৭ রানের লিড, দলীয় সংগ্রহ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে ৫৮৩।

আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড় গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন প্রথম চার ব্যাটার। ১৬৮ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে ৮০ রান করেন ওপেনার সাদমান ইসলাম। তিনি সেঞ্চুরি না পেলেও আরেক ওপেনার মাহমুদুল জয় করেছেন ১৭১ রান। এরপরের দুই ব্যাটার মুমিনুল হক ও নাজমুল শান্তও দুর্দান্ত খেলেছেন।

মুমিনুল ৮২ রান করে আউট হন, শান্ত করেন ১০০ রান। প্রথম চার ব্যাটারই খেলেছেন ৮০ রানের ইনিংস। টেস্টে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের ৮০ ছাড়ানো ইনিংস খেলার ঘটনা এবারই প্রথম। টেস্ট ইতিহাসে এক ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানের ৮০ করার এটি মাত্র ১১তম ঘটনা।

এদিকে জয়, সাদমান, মুমিনুল, শান্ত- বাংলাদেশের প্রথম চার ব্যাটারের ফিফটি ছাড়ানো ইনিংস খেলার ঘটনাও এবারই প্রথম। যদিও সাদা পোশাকের ক্রিকেটে এ ঘটনা হয়েছে এ পর্যন্ত ৮৩ বার।

এদিকে বাংলাদেশের প্রথম ৪ ব্যাটার ছাড়াও প্রথম ইনিংসে ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছেন লিটন দাসও। এ নিয়ে পঞ্চমবার এমন কিছু দেখল বাংলাদেশ।