খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে নারীর গহনা ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ১৪ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর প্রায় এক ভরি ওজনের স্বর্ণের গহনা ও দু’টি মোবাইল ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পিএন হাইস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সিমা রায় (৪৯) শহরের খান মার্কেটের গহনা শিল্পী শেখর রায়ের স্ত্রী। তিনি শহরের কামালনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। 
ক্ষতিগ্রস্ত সিমা রায় জানান সকাল সাড় ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে সুলতানপুর বড়বাজারে যান। পরে বেলা ১১টার দিকে বড়বাজারের ভ্যারাইটি স্টোরের সামনে দিয়ে দিবা-নৈশ কলেজের দিকে যাওয়ার সময় দুইজন লোক তার পিছু নেয়। পথিমধ্যে সুশিল ময়রার দোকানের সামনে পৌঁছালে তাদের একজন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত দেয়। এ সময় তিনি পিছনে ফেরা মাত্রই তার নাকের কাছে কিছু একটা স্প্রে করা হয়। একপর্যায়ে ওই দুইজন তার সাথে কথা বলতে বলতে তিনি চেতনা হারানোর উপক্রম হলে পিএন হাইমস্কুলের পাশে সেলুনের দোকানের পাশে ডেকরেটর গলিতে নিয়ে যায়। কোন কিছু বুঝে ওঠার আগে তার গলায় থাকা ৫ আনা ওজনের সোনার চেইন, চার আনা ওজনের একজোড়া সোনার কানের দুল, চার আনা সোনা বাঁধানো হাতের দু’টি শাখা খুলে নেয় তারা। একই সাথে তার কাছে থাকা ২৫ হাজার টাকা মূল্যের একটি ও ১৩৫০ টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে চলে যায় তারা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ শামিনুল হক জানান এ ঘটনায় সিমা রায় বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্বাস আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-পরিদর্শক আব্বাস আলী জানান তদন্তভার পাওয়ার পর ওই দুই ছিনতাইকারির পরিচয় জানার জন্য পিএন হাইস্কুলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।