খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ৩০ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে এক রাতেই ৩ খুন

খবর প্রতিবেদন |
০৫:৩৬ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


চট্টগ্রামে এক রাতেই পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর ছাড়াও রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় পৃথক এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটার এলাকার নাজের আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২), মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ও ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল মান্নান। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সব বিষয়গুলো বিবেচনায় নিয়েই ঘটনা তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এদিকে পাওনা টাকা চাওয়ার জেরে চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, আকাশের কাছ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা বাকি রেখেছিল তার পূর্বপরিচিত সানি। বৃহস্পতিবার রাতে সেই টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সানি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় খুন হন ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ। বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন পূর্বশত্রুতার জেরে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।