খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

আশাশুনিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন করায় এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
এজাহার সূত্রে জানা গেছে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মমতাজ উদ্দিন মোড়লের ছেলে সেলিম হোসেন নিজের বাড়িকে প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে থাকেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা ৬টা থেকে রাত্র ৯টা পর্যন্ত তার নিকট প্রাইভেট পড়ে। পড়া চলাকালীন একেক জন শিশুকে কাজ করতে বলা হতো। সুযোগমত শিশুর কাছে গিয়ে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানী ঘটান হতো। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমকে দুধ গরম করতে রান্না ঘরে পাঠিয়ে দেয়া হয়। রান্নাঘরে ফাঁকা পেয়ে শিক্ষক ভিকটিমকে জড়াইয়া ধরিয়ে যৌন নিপীড়ন করে। সে বাড়ি গিয়ে কান্নাকাটি করে ঘটনাটি তার নানিকে খুলে বলে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। 
আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনা নিশ্চিত করে বলেন অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি বর্তমান থানা হেফাজতে আছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।