খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

কালিয়ায় মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।  শুক্রবার কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল­াহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রহমান খা উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের সানোয়ার খার ছেলে।
ওসি আব্দুল­াহ আল মামুন জানান বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খুলনা থেকে রহমান খাঁকে গ্রেফতার করা হয়। তিনি এই মামলার প্রধান অভিযুক্ত। এছাড়া এই মামলার ৩নং আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হলো।
উলে­খ্য গত ২৭ অক্টোবর রাতে একটি মোবাইল কেনা বেচার ঘটনাকে কেন্দ্র করে এবং মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাসুদ শেখ গুরুতর আহত হন। ২৮ অক্টোবর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ কালিয়া থানায় ১৪ জনের নাম উলে­খ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।