খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

কালিগঞ্জের নলতায় জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে নলতা ইউনিয়ন পেশাজীবী ও ওলামা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমীর মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। নলতা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাঃ মহিবুল­াহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সেক্রেটার ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালিম বিভাগের সভাপতি মাওলানা কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী প্রমুখ। এ সময় কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহাকরী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর শহিদুল ইসলামসহ দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে বেলা ১১টায় মুফতি মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিতিতে নির্বাচনী শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার নলতা পাক রওজা শরীফ জিয়ারত করেন এবং নলতা শরীফ শাহী জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। মাগরিবের নামাজের পর নলতা হাটখোলায় নির্বাচনী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।