খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে ধানের শীষ প্রার্থী বাপ্পী

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ১৫ নভেম্বর ২০২৫


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনে ধানের শীষ প্রার্থী ও  জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব  এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ। খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে আমরা শারীরিকভাবে সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
পাইকগাছা উপজেলার কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাসার, জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদ হালিম ইমরান, পাইকগাছা পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম ডি বায়েজিত হোসেন বাচ্চু।