খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটির সমাবেশে সরোয়ার

শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সক্ষম

খবর বিজ্ঞপ্তি |
০১:০৪ এ.এম | ১৫ নভেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড. মজিবর রহমান সরোয়ার বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক দিন আমাদের দেখিয়েছে, শ্রমিকদের ঐক্য ও সংগ্রাম পরিবর্তন আনে। আজ আমরা সেই ঐতিহ্যকে মনে করি এবং প্রতিশ্র“তি দিই-শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমরা কখনও পিছিয়ে থাকব না।
গতকাল শুক্রবার খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের দায়িত্ব হলো তাদের সংগঠন শক্তিশালী করা, তাদের কল্যাণে উদ্যোগী হওয়া এবং তাদের কষ্ট ও সমস্যার প্রতি সব সময় সংবেদনশীল থাকা।
অনুষ্ঠানে বিশেষ বক্তা বিএনপি’র চেয়ারপারসনের বিশেষ সহকারি ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, সংহতি ও সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকরা নিজ অধিকার অর্জন করতে পারে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা নানা ধরনের সমস্যার মুখোমুখি: কম মজুরি, অস্থির কাজের পরিবেশ, নিরাপত্তাহীনতা। আমরা এ পরিস্থিতি বদলাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়া কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্র-শ্রমিক ঐক্য অপরিহার্য। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, নিরাপদ এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা, যাতে প্রতিটি শ্রমিকের দীন-দরিদ্র পরিবারও উন্নতির পথে এগোতে পারে। 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মতিউর রহমান ফারাজী, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এবং কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির আহবায়ক আবু দাউদ দ্বীন মুহাম্মদ। সঞ্চালনায় ছিলেন শ্রমিক দল, খালিশপুর শিল্পাঞ্চল কমিটির সদস্য সচিব আলমগীর তালুকদার। জনসভায় শ্রমিকদের মধ্যে গণসংহতি ও ঐক্যের বার্তা প্রদান করা হয়। বক্তারা দেশের শ্রমিক ও জনজীবনের উন্নয়নে ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব এবং ৭ই নভেম্বরের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন। সভায় অংশগ্রহণকারীরা একযোগে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ হন।