খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে মাহফুজ

একটি দল জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চায়

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ১৫ নভেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, একটি দল জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। পরিষ্কার ঘোষণা করছি, রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, তবু বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। 
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন; আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাউসুল আযম হাদী, গোলাম রসুল, আরাফাত হোসেন মিলন, রাকিব হাসান, মীম মিরাজ হোসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মুকাররম বিল্লাহ আনসারী, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ, এসএম হাফিজুর রহমান, জিএম শহীদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুশাররফ আনসারী, মাওলানা নিয়াজ আনসারী, মোঃ মোজাফ্ফর হোসেন, মাওলানা আব্দুল গফুর প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়ক হয়ে দৌলতপুর মোড়ে গিয়ে শেষ হয়।