খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

দৈনিক খুলনাঞ্চলের দশক পূর্তি অনুষ্ঠানে বিএনপি নেতা বকুল

পত্রিকাটিতে খুলনাঞ্চলের সকল অন্যায় অত্যাচার ও অপরাধের তথ্য উঠে আসে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৫ নভেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক  ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে যে পত্রিকাটি কোনদিন  মাথা নত করেনি। শত বাধা-বিপত্তি হলেও তারপর চলা বন্ধ থাকবে না। দৈনিক খুলনাঞ্চল এই বিভাগের সাধারণ জনগণের পক্ষে ও স্বৈরাচারের বিপক্ষে তাদের নিরলস পথচলা কোনদিনও থামবে না। দৈনিক খুলনাঞ্চল পত্রিকা সকল শ্রেণি পেশার মানুষের পক্ষে কথা বলে। পত্রিকার এক ঝাঁক কলম সৈনিকের লেখনীর মাধ্যমে খুলনা অঞ্চলের সকল অন্যায় অত্যাচার ও অপরাধের তথ্য উঠে আসে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তারেরপুকুর পত্রিকাটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘দৈনিক খুলনাঞ্চল’ পরিবারকে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। 
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন আগত অতিথিদের স্বাগত জানান। পরে আগত অতিথিরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক  ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সঙ্গে কেক কাটেন। 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দৈনিক খুলনাঞ্চল’ খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। পত্রিকাটি দীর্ঘ এক দশক নানা ঘাত-প্রতিঘাতের মধ্যও কখনো অন্যায়র বিরুদ্ধে আপোষ করেনি। ‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ শ্লোগান বুকে ধারণ করে শুধু অনিয়ম, দুর্নীতি, মাদক ও সস্ত্রাসের বিরুদ্ধে যেমন কথা বলেছে, তেমনি উন্নয়ন ও সম্ভাবনাকে তুলে ধরেছে। তাই খুলনাঞ্চলের পাঠকরা আগামী দিনেও পত্রিকাটির আরো বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী প্রত্যাশা করে। 
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, বিএফইউজে’র সহকারি মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নুর, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাপ্পি, নগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, শ্রমিক দলের নগর আহবায়ক মুজিবর রহমান, জাসাস নগর শাখার আঃ জলিল, খুলনা টিভি রিপোর্টোর ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক সোহরাব হোসেন, মোঃ রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, জিয়াউস সাদাত, শামিমুজ্জামান, আব্দুর রাজ্জাক রানা, আবুল হাসান হিমালয়, প্রবীর বিশ^াস, অভিজিৎ পাল, আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেলাল হোসেন সজল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সভাপতি এম এ হাসান, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক হুমায়ূন কবির রানা, এম এ জলিল, নূর হোসেন জনি, ফকির শহীদুল, মিলন হোসেন, জয়নাল ফারাজী, জাহিদুর রহমান, কাজী শান্ত, রাজু হাওলাদার, মোসলেহ উদ্দিন, কাজী আতিক, শামীম হোসেন, নুুরুল আমিন নূর ক্যামেরাপারসন আরাফাত হোসেন অনিক, এম রোমানিয়া, মোঃ মামুন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।