খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

এশিয়া কাপ রাইজিং স্টারস

সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৫৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৯ পি.এম | ১৫ নভেম্বর ২০২৫


লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আগেই গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার টি-টোয়েন্টি সংস্করণেও দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে তিন অঙ্কের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়লেন এই টপ অর্ডার ব্যাটার।

কাতারে চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশ এ দলের প্রথম ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটির পর ৩৫ বলে জাদুকরী তিন অঙ্ক স্পর্শ করেছেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড।

শনিবার (১৫ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এ দল। ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ৫৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে টাইগাররা।

এই সংস্করণে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনি। প্রায় ৬ বছর পর এবার বাংলাদেশ এ দলের জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সোহান।

সব মিলিয়ে বিশ্ব রেকর্ড থেকে অবশ্য বেশ দূরে সোহান। মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। এর আগে লিস্ট এ ক্রিকেটে ৪৯ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছিলেন সোহান।

রান তাড়ায় মাত্র ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন আরেক ওপেনার জিসান আলম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড এটি। ১১টি ছক্কার নজির আছে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া জিসান আলমের আছে ইনিংসে ১০ ছক্কার রেকর্ড।

এর আগে, বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে হংকং ১৬৭ রান করেছিল। তবে সোহানের তাণ্ডবে উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না।

এশিয়া কাপ রাইজিং স্টারে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ১৭ নভেম্বর আফগানিস্তান ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।