খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

মোল্লাহাটে পুকুরে ও শৈলকূপায় নদে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ ও মোল্লাহাট প্রতিনিধি |
১২:১০ এ.এম | ১৬ নভেম্বর ২০২৫


ঝিনাইদহের শৈলকূপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে কুমার নদে ডুবে আবরাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে নদীর তীরে কচুরিপানার ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশতঃ নদের পানিতে পড়ে যায় শিশুটি। শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে কুমার নদ থেকে শিশু আবরামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরামের পরিবার ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।
শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন শিশুটি ফুল তুলতে গিয়ে নদীতে পড়ে ডুবে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মোল্লাহাটে পুকুরে ডুবে আবু তালহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা রাজীব শেখের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায় সকালে বাড়ির আঙিনায় খেলতে খেলতে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু তালহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে নেমে এসেছে গভীর হতাশা ও মাতম।