খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন : ৯ পদে প্রার্থী ২৪, চারপদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পথেরবাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২৪ নভেম্বর

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১৬ নভেম্বর ২০২৫


ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচন সৃষ্ট, সুন্দর, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার সকালে তাদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। 
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন আগামী ২৪ নভেম্বর সোমবার ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ৪টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ২৪ নভেম্বর ভোটের দিন বাকি ৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো মোঃ রুহুল কুদ্দুস লস্কর (চেয়ার), মোঃ হুমায়ুন কবির (আনারস), মোঃ হুমায়ুন কবির সরদার (চাকা), মোঃ শামীম আহম্মেদ (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে ৩ জন তারা হলো মোঃ রফিকুল ইসলাম (মই), মোঃ মকবুল হোসেন সরদার (ডাব), মোঃ শরিফুল ইসলাম (তালা-চাবি), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন তারা হলো মোঃ মনজুরুল ইমাম (ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জী (ফুটবল), মোঃ সোহেল ফারাজী (গরুর গাড়ি), মোঃ মফিজুর রহমান (গোলাপফুল), সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ জন তারা হলো মোঃ মোমিনুল ইসলাম টিটুল (বই), মোঃ আবু সাঈদ ফারাজী (বাইসাইকেল), মোঃ রাজা গাজী (দোয়াত-কলম), মোঃ কুদ্দুস ফারাজী (মাছ), মোঃ মুকুল সরদার (কাপ-পিরিচ), সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২ জন তারা হলো মোঃ রানা আকুঞ্জী (মোরগ), মোঃ আতিয়ার রহমান (হাতুড়ী), কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো এফ এম তৌহিদুল ইসলাম (খেজুর গাছ) ও মোঃ জসিম সরদার (হাতপাখা), প্রচার সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ রেজাউল শেখ (বক), মোঃ হানিফ শেখ (ঘড়ি), মোঃ নাঈম (গাভী), মোঃ একলাজ মাতব্বর (টেবিল ফ্যান)। বাজারের মোট ২৬৩ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য বাজারের নেতা নির্বাচিত করবেন।
সমিতির কার্যনির্বাহী সদস্য চারটি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মোঃ রায়হান শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ রানা ও মোঃ ফেরদাউস।  সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মামুন মোরশেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, বোরহান সরদারসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে ২০২২ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচিতরা তাদের মেয়াদ শেষ করে ৫ আগস্ট পরবর্তী একটি এ্যাডহক কমিটি করে। এ্যাডহক কমিটি পথের বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে ৪ সদস্যের একটি  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। আগামী ২৪ নভেম্বর সোমবার নির্বাচিত অনুষ্ঠিত হবে।