খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

কাদিয়ানীদের বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই : মামুনুল হক

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১৬ নভেম্বর ২০২৫


বাংলাদেশে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় তাহলে নবুয়তের এই সুমহান রাজপথে তারা আবর্জনা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা, আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের এই রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এই দাবি জানান।
মামুনুল হক বলেন, ২০১৩ সালে নবীপ্রেমী তৌহিদী জনতার শাপলা চত্বরের রক্তের ওপর, চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে চেয়েছেন কিন্তু কোনও সরকার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেনি। এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি আবার ৫ মের মতো ঢাকা অবরোধ করতে হয় আমরা তাই করব। প্রয়োজনে জাতীয় সংসদ থেকে লংমার্চ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।