খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

শামীমের বহিষ্কার আদেশ প্রত্যাহার

বুলবুল ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদে পুনর্বহাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৬ নভেম্বর ২০২৫


নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুলকে সভাপতির দায়িত্বে পুনর্বহাল করেছেন মহানগর বিএনপি। গতকাল শনিবার রাতে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ইতিপূর্বে সালাউদ্দিন মোল্লা বুলবুলকে ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
এদিকে, নগরীর ২৭নং ওয়ার্ড সাবেক সভাপতি মাহবুব উল্লাহ শামীমের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়ে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে খুলনা সদর থানা বিএনপি। গত শুক্রবার রাতে সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা অভিযোগে গত জানুয়ারিতে ওয়ার্ড বিএনপি’র ২৭নং ওয়ার্ড সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।