খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

খবর প্রতিবেদন |
০২:১২ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


চীনে ১৯৪৯ সালের পর সবচেয়ে বড় স্বর্ণভান্ডার খোঁজ মিলেছে। লিয়াওনিং প্রদেশে পাওয়া এই মজুতে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে। মাত্র ১৫ মাসের অনুসন্ধানে এই বিশাল ভান্ডার চিহ্নিত হয়েছে।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে যে দাদংগোউ নামের এই খনিটি এখন পর্যন্ত দেশের একক সবচেয়ে বড় স্বর্ণ আবিষ্কার। কর্মকর্তারা জানান, এখানে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। সব মিলিয়ে এই খনিতে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ থাকার হিসাব করা হয়েছে।

বর্তমান বাজারদরে এই স্বর্ণের মোট মূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি। এ বছর স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে এবং প্রতি কিলোগ্রাম স্বর্ণ ১,১৫,০০০ ইউরোর বেশি দামে লেনদেন হচ্ছে।

রাষ্ট্র পরিচালিত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ এই প্রকল্পটি সম্পন্ন করেছে। তারা প্রায় এক হাজার প্রযুক্তিবিদ ও কর্মী নিয়োগ করে মাত্র ১৫ মাসে অনুসন্ধান শেষ করেছে। এত বড় ভান্ডারের জন্য এত কম সময়ে কাজ শেষ করা বিরল ঘটনা।

মন্ত্রণালয় জানিয়েছে যে এই মজুতকে ‘অতি-বিশাল’ বলা হলেও এর মান কম। তবে এর অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কর্তৃপক্ষ সাইটটির নির্দিষ্ট অবস্থান জানায়নি। শুধু বলা হয়েছে এটি লিয়াওনিং প্রদেশের পূর্ব অংশে অবস্থিত। এ কারণে কৌশলগত কারণে অবস্থান গোপন রাখা হয়েছে বলে অনেকেই মনে করছেন।

স্বর্ণের এই আবিষ্কার এমন সময়ে এলো যখন বিশ্বব্যাপী চাহিদা দ্রুত বাড়ছে। এ বছর স্বর্ণের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। এর পিছনে রয়েছে দুর্বল মার্কিন ডলার, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা। বিশেষ করে উদীয়মান দেশগুলো নিজেদের রিজার্ভ শক্তিশালী করতে স্বর্ণ কিনছে।

চীন সাম্প্রতিক বছরগুলোতে খনিজ অনুসন্ধান বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালে দেশটি হুনান প্রদেশে ১,০০০ টনের বেশি স্বর্ণের একটি ভান্ডার খুঁজে পায়। একই বছরের অক্টোবরে গানসু প্রদেশে ৪০ টনের বেশি মজুতের আরেকটি খনি পাওয়া যায়।

২০২৪ সালে চীন ৩৭৭.২৪ টন স্বর্ণ উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ০.৫৬ শতাংশ বেশি। দেশটিতে স্বর্ণের অভ্যন্তরীণ চাহিদা ছিল ৯৮৫.৩১ টন। বারের ও কয়েনের চাহিদা এক বছরে ২৪ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সম্পদ সুরক্ষার প্রবণতা বাড়ছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে স্বর্ণ এখন দেশে জনপ্রিয় নিরাপদ বিনিয়োগ হিসেবে দ্রুত বাড়ছে।