খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

কেশবপুরে ক্ষুরা রোগে মরছে গরু : খামারিরা দুশ্চিন্তায়

কেশবপুর প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


যশোরের কেশবপুরে শীতের শুরুতেই ছড়িয়ে পড়েছে গরুর ক্ষুরা রোগ। এ রোগে পশু মরতে শুরু করায় কৃষকেরা গোয়ালের গরু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। শনিবার ভোরে উপজেলার মধ্যকুল গ্রামে জুয়েল সরদারের একটি এঁড়ে গরু ক্ষুরা রোগে মারা যায়। এনিয়ে গত ১৫ দিনে উপজেলার বিভিন্ন গ্রামের ৪টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ক্ষুরা রোগের ভ্যাকসিন ফুরিয়ে যাওয়াতে গরু পালনকারী কৃষকের পাশাপাশি খামারিরা পড়েছেন বিপাকে। 
এলাকাবাসী ও প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, শীত শুরু হওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে গরুর এ রোগ ছড়িয়ে পড়েছে। উপজেলার হাসানপুর, পাঁজিয়া, গৌরীঘোনা ও সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গরুর ক্ষুরা রোগ দেখা দিয়েছে। খবর পেয়েই প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে এ রোগ থেকে গরু রক্ষায় কৃষক ও খামারিদের সচেতন করতে মাইকিং করা হয়। ইতিমধ্যে উপজেলার বুড়িহাটী গ্রামে ১টি, পাঁচবাকাবর্শি গ্রামে ১টি, দশকাহুনিয়া গ্রামে ১টি ও মধ্যকুল গ্রামের ১টি গরু এ রোগে মারা গেছে। গত ২ মাস আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ৬০ ভায়াল ক্ষুরা রোগের ভ্যাকসিন পায়। যা ইতিমধ্যে ফুরিয়ে গেছে। 
উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক জুয়েল সরদার বলেন, তিনি কয়েক দিন আগে ৮০ হাজার টাকা দিয়ে একটি এঁড়ে গরু কিনেছিলেন। গরুটি ক্ষুরা রোগে শনিবার ভোর রাতে মারা গেছে। গরুটি মারা যাওয়ায় তার ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, শীত শুরু হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গরুর ক্ষুরা রোগ শুরু হয়েছে। ইতিমধ্যে ৪টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত ২ মাস আগে ৯৬০ টি গরুর দেওয়ার জন্য ৬০ ভায়াল ক্ষুরা রোগের ভ্যাকসিন পাওয়া যায়। যা ইতিমধ্যে ফুরিয়ে গেছে। কৃষক ও খামারিদের সচেতন করতে ৪ মাস অন্তর গরুর ক্ষুরা রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যাপক মাইকিং করা হয়।