খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

আ’লীগ ঠেকাতে ফের মাঠে নামছে জামায়াতসহ ৮ দল

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৭ নভেম্বর ২০২৫


মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে আবারও মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। রোববার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতসহ আট দল এর আগেও মাঠে ছিল। আগামীকালও (আজ) থাকবে।