খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে জনবল নেবে কাতার : আইএসপিআর

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ১৭ নভেম্বর ২০২৫


বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার তার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ দিবে। রোববার কাতারের দোহায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশন সদস্যবৃন্দ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ জনবলের সংখ্যা আরো বাড়তে পারে। কাতারে পাঠানো জনবল প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ পাবে এবং তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হলে নিয়োগের মেয়াদ ৬ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। এ চুক্তির ফলে কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল পাঠানোর পাশাপশি দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে। এছাড়াও বাংলাদেশ সরকারে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।