খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৪৯ পি.এম | ১৭ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোবাইলে কথা বলতে বলতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল গেটের কাছে রাস্তায় হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওই ব্যক্তিকে হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে—তিনি হয় হাসপাতালের রোগী ছিলেন, নয়তো কোনো রোগীর স্বজন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ তাকে চিনে থাকলে বা স্বজন হিসেবে দাবি করতে চাইলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরত ই খুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে জানতে পেরেছি ঐ লোকটার বাড়ি কালীগঞ্জে। হাসপাতালের গেটের সামনে রাস্তায় মোবাইলে কথা বলার সময় তিনি হঠাৎ করে বসে পড়েন। পরে সেখানেই তিনি মারা যান। মোবাইলের কল লিস্ট থেকে পাওয়া নাম্বারে ফোন করে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।