খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

উদ্বোধনী দিনেই খুলনায় স্কুল ফিডিং সরবরাহে হোচট

বিশেষ প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


খুলনায় প্রাইমারি স্কুলে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধনী দিনেই হোচট খেয়েছে। পাইলট প্রকল্পের আওতায় জেলার পাইকগাছা উপজেলাকে বাছাই করা হয়। গতকাল উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন  সাহা। 
অফিস সূত্রে জানা গেছে, সোমবার শুরুর দিনে এ উপজেলার ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২টিতে কোন খাবারই পৌঁছেনি। আর ১২৫টি স্কুলে শুধুমাত্র ইউএইচটি দুধ পৌঁছালেও শিডিউলে থাকা বনরুটি দিতে পারেনি ঠিকাদার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় সব স্কুলে খাবার পৌঁছানো যায়নি। তবে ১২৫ স্কুলে এক মাসের দুধ পৌঁছেছে। মঙ্গলবার বনরুটি ও কলা বিতরণের কথা থাকলেও তা সরবরাহ হবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান জানান, তার স্কুলের শিক্ষার্থীরা ইউএইচটি দুধ পেয়েছে। দুধের পাশাপাশি বন্দরটি সরবরাহ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সেটা বিতরণ করা সম্ভব হয়নি। স্কুলের তরফ থেকে শিক্ষার্থীরা খাদ্য পাওয়ায় তারা খুব উৎফুল­। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র দৃশান সরকার শিক্ষকের কাছ থেকে খাবার পেয়ে অভিভাবকের কাছে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।