খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে দুর্ঘটনায় যবিপ্রবি কর্মী আহত, দেখতে এসে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:২৮ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডাইনিং সহকারী সীমা ধর (৬৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আর তাকে দেখতে হাসপাতালে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ছেলে পলাশ ধর (৪৫)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
সীমা ধর যশোর পৌরসভার বেজপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে যবিপ্রবির ডাইনিং সেকশনে কর্মরত। সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাওয়ার পথে চুড়ামনকাটিতে পৌঁছালে একটি এ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মায়ের দুর্ঘটনার খবর পেয়ে ছেলে পলাশ ধর হাসপাতালে পৌঁছান। মায়ের অবস্থা দেখে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে হার্ট এ্যাটাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসঙ্গে মায়ের দুর্ঘটনা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। যবিপ্রবি প্রশাসনও ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছে।