খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

আলমডাঙ্গায় চাচির মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজির

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫৪ পি.এম | ১৮ নভেম্বর ২০২৫


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে আমার স্ত্রীর আপন মেজো চাচি মারা যায়। মরদেহ দেখতে আজ সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। যাত্রা পথে রুইতনপুর গ্রামের মধ্যে পৌঁছালে মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ আমার স্ত্রী পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।