খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

কয়রায় সেতুর টোল আদায়ের বাঁশের আঘাতে নছিমন চালকের মৃত্যু

কয়রা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


কয়রা উপজেলার চাঁদআলী সেতুর টোল আদায়ের বাঁশের আঘাতে শরিফুল (৩৫) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। তিনি কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত নেহাল উদ্দিনের পুত্র। সোমবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী জানায় গত রবিবার শরিফুল ইসলাম বামিয়া মেয়ের বাড়ী থেকে খড় ভর্তি করে নছিমন যোগে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে কয়রা চাঁদআলী সেতুর টোল আদায়কারীরা টোল আদায়ের উদ্দেশ্য বাঁশ টেনে ধরলে বাঁশের আঘাতে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।