খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

নওয়াপাড়া রেললাইনে ককটেল নিক্ষেপ পৃথক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

অভয়নগর প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রেলস্টেশনসহ তিনটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার রাত পৌনে দশটার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের রেললাইনে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লাল টেপের ছিন্নাংশসহ ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা শাখার এসআই খোরশেদ আলম ফোর্সসহ গিয়ে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। তবে কেউ আহত হয়নি এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। পরে অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম এবং ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র কুমার দাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 
ওসি রবিউল ইসলাম জানান রেললাইনের পাশে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরাই ককটেল নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। রেলওয়ে পুলিশ ঘটনার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জানা গেছে, সোমবার রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত আরও তিন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় নওয়াপাড়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন চলমান রেললাইনের পাশে, দ্বিতীয়টি রাত সাড়ে ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠের দক্ষিণ পাশে এবং তৃতীয়টি রাত সাড়ে ১২টায় তেঁতুলতলা সড়কের মিতা ভিলারের সামনে। প্রতিটি বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে ছুটোছুটি করেন। বিস্ফোরণের ধোঁয়া ও শব্দে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ভীতি ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করে এবং রাতেই সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় “যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। বিস্ফোরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের কোনো ভাবে ছাড় দেওয়া হবে না।” এদিকে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুরো নওয়াপাড়া জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।