খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

দৌলতপুরে ধানের শীষের প্রার্থী বকুলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:১৩ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রাকিবুল ইসলাম বকুলের দৌলতপুর থানা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার রাজনীতি করে। খুলনা-৩ আসনের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন তরুণ, যোগ্য ও পরিশ্রমী প্রার্থী রকিবুল ইসলাম বকুল। দৌলতপুরের এই নতুন কার্যালয় হবে গণমানুষের আস্থার ঠিকানা ও আন্দোলন-সংগ্রামের কেন্দ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
তিনি বলেন, বিএনপি’র প্রার্থীরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন। জনগণের জোয়ারই আমাদের শক্তি। এই কার্যালয় থেকে সংগঠিত হয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুরশিদ কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নুর ইসলাম বাচ্চু, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, জয়নাল আবেদীন, খবির উদ্দিন, আনসার আলী, আরমান হোসেন, ইকবাল খন্দকার, রাসেলুজ্জামান, হুমায়ুন কবির, আব্দুর রাজ্জাক, বেল্লাল হোসেন, আব্দুল ওহাব, মনিরুল ইসলাম নিশা, সেলিম আহসান, এলেম হাওলাদার, মাসুদ রানা ডাবলু, মিজানুর রহমান, কওসার আলী, মুনসুর আলী, মাহবুব হোসেন সজল, আজিজুল ইসলাম কাফি, আশরাফ হোসেন, সোহেল মোল্লা, এম এম জসিম, সরদার আরব আলী, সামদানী মোল্লা, আল আমিন রতন, আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন রিপ্পি ও মেহেদী হাসান প্রমুখ। উদ্বোধন শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।