খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

শততম টেস্টে মুশফিকের ফিফটি, দুইশ ছাড়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩০ পি.এম | ১৯ নভেম্বর ২০২৫


মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টে দায়িত্বশীল ব্যাটিংয়ে জ্বলে উঠেছেন মুশফিকুর রহিম। শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করে তিনি তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। মাইলফলকে পৌঁছাতে তার লাগে ১০৯ বল।

৭০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৬। দলের চাপে দাঁড়িয়ে মুশফিক একাই অপরাজিত ৬৩ রান করে ইনিংস ধরে রেখেছেন। দ্রুত তিন উইকেট হারানোর পর প্রয়োজন ছিল অভিজ্ঞতার ছাপ, ঠিক সেটাই দেখিয়েছেন তিনি।  

শট বাছাই, পরিস্থিতি বোঝা ও রান গড়ে তোলায় তার ব্যাটে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। আবারও প্রমাণ করেছেন, বড় ম্যাচে কেন তিনি দলের সবচেয়ে ভরসার ব্যাটার।

অন্যপ্রান্তে মুমিনুল হকও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। তবে মুশফিকের ফিফটির কিছুক্ষণ পরই ম্যাকব্রাইনের বলে বালবার্নির হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হন ৬৩ রানে।

এখন মুশফিককে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন লিটন দাস, এগিয়ে নিতে চাইছেন বাংলাদেশের প্রথম ইনিংস।