খুলনা | বৃহস্পতিবার | ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রাহায়ণ ১৪৩২

দ্বিতীয় দিন শেষে ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩৫ পি.এম | ২০ নভেম্বর ২০২৫


ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৯৮–৫ এ থামিয়ে ৩৭৮ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ইনিংসের শুরুতে পেসার খালেদ আহমেদ ২৭ রান করা পল স্টার্লিংকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন। এরপরই নিয়ন্ত্রণ নেন স্পিনাররা। দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ১০ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ নেন একটি করে উইকেট। তিন দিন বাকি থাকতেই ইনিংস হার এড়ানোর কঠিন সমীকরণের সামনে আয়ারল্যান্ড। লরকান টাকার (১১*) ও স্টিফেন ডোহেনি (২*) তৃতীয় দিনের লড়াইয়ে অলৌকিক কিছুই না করলে আরেকটি বড় হারই অপেক্ষা করছে সফরকারীদের সামনে।

দিনের শুরুতেই নিজের শততম টেস্টে ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। আগের দিন ৯৯ রান নিয়ে অপরাজিত থাকা মুশফিক শেষ পর্যন্ত আউট হন ১০৭ রানে। লিটন দাস খেলেন দারুণ ১২৮ রানের ইনিংস। সব মিলিয়ে টাইগাররা দ্বিতীয় সেশনে অলআউট হওয়ার আগে তুলতে পারে বিশাল ৪৭৬ রান। আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন তুলে নেন ক্যারিয়ার সেরা ৬–১০৯। তৃতীয় সেশনে ২০-এর ঘরেই ফিরিয়ে দেয়া হয় আয়ারল্যান্ডের দুই ওপেনারকেই।

৪১ রানের ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ, ২৭ রান করা স্টার্লিংকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর স্কিপার অ্যান্ড্রু বালবার্নিকে স্লিপে ক্যাচ করিয়ে ফেরান হাসান মুরাদ। বালবার্নি করেছিলেন ধৈর্যশীল ২১ (৬০ বল)। টাইগারদের ৪৭৬ রানের পেছনে বড় অবদান লিটন-মুশফিকের দুই সেঞ্চুরি, মোমিনুল হকের হাফসেঞ্চুরি এবং মিরাজের ৪৭ রানের ইনিংস।

ম্যাচের মোড় ঘোড়ানো সেশন ছিল দ্বিতীয়টি। ৩৮৭–৫ থেকে খেলা শুরু করে লিটন–মিরাজ জুটি যোগ করেন ১২৩ রান। কিন্তু মিরাজ ৪৭ রানে আউট হতেই (গ্যাভিন হোইয়ের বলে) ভাঙে জুটি। চার বল পরই ম্যাথিউ হামফ্রিসের বলে আউট হন লিটন দাস- দুর্দান্ত ১২৮ রানের ইনিংস খেলে। হামফ্রিস একাই বল করেছেন অবিশ্বাস্য ৫০ ওভার।

টেলএন্ডাররাও কিছু রান যোগ করেছেন- এবাদতের ১৮ রানের ঝড়ো ইনিংস ছিল সবচেয়ে বিনোদনমূলক। শেষ পর্যন্ত ১৪১.১ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ম্যাকব্রাইন সেশনে আরও দুটি উইকেট নিয়ে ৬–১০৯ নিয়ে শেষ করেন ইনিংস- এটাই তার ব্যক্তিগত সেরা।

দুপুরের পর লিটন ও মিরাজ পরপর আউট হলেও বাংলাদেশের অবস্থান দৃঢ়ই ছিল। লিটন ক্যারিশমাটিক ব্যাটিংয়ে তুলে নেন চার ছক্কা-আট চারে ১২৮। শতরানের তৃতীয় জুটি আসে তার ব্যাটেই। কিন্তু হাম্পফ্রিসের ফুল বল খেলতে গিয়ে স্লিপে স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন তিনি। তার আগেই মিরাজ ৪৭ রানে আউট হয়ে যান। সিরিজের প্রথম টেস্ট সিলেটে বাংলাদেশ জিতেছিল ইনিংস ও ৪৭ রানে। ঢাকা টেস্টেও সেই ধারাই ধরে এগোচ্ছে টাইগাররা।