খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক |
১২:১৫ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মহানগর ছাত্রদল নেতা মোঃ আব্দুস সালাম-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর খালিশপুর আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহানগর ছাত্রদল নেতা মোঃ আব্দুস সালামের উদ্যোগে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ওলামা দল নেতা মাওলানা মুফতী মোঃ আজমল শেখ, মাওলানা আব্দুর রউফ গাজী, ছাত্রদল নেতা সৌরভ তালুকদার, মোঃ রিয়াজ, মাহবুব হোসেন হিরা, সাজ্জাদ ভূইয়া, অনিক, মুন্সী সাহাদ নবী, শাওন, মুশফিকুর রহমান জিসান, শেখ রাফি, বর্ণ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন আরাবিয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী মুহাম্মাদুল­াহ হাফেজ্জী।