খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

দাকোপের চালনায় জিয়াউর রহমান পাপুলের পক্ষে গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুলের পক্ষে গতকাল বৃহস্পতিবার দাকোপ  উপজেলার চালনায় গণসংযোগ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় এলাকাবাসীর নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
উপজেলার চালনা পৌর এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য শাকিল আহমেদ দিলু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আলামিন সানা, সাবেক যুগ্ম-আহবায়ক আইউব কাজী, ফয়সাল হোসেন, বিল­াল হোসেন মোল­া, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাবেদ শেখ, পৌর যুবদলের সদস্য সচিব হাসমত খলিফা, বিএনপি নেতা মুনসুর মীর, শেখ হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, মোহাসিন ফকিরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।