খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন মিলনের স্ত্রীর ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপারসন মোঃ শাহজালাল মোল্লা মিলনের স্ত্রী রাবেয়া খাতুন (৩২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত ১২ নভেম্বর খুলনার একটি বেসরকারি ক্লিনিকে রাবেয়া খাতুনের ছেলে সন্তান হয়। অসুস্থ হয়ে পড়লে শিশুটি খুলনার শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে বুধবার দিবাগত রাতে রাবেয়া খাতুন শ্বাসকষ্ট অনুভব হয়। তাৎক্ষণিক তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার আরো অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একটি মেয়ে ও দু’টি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গত বৃহস্পতিবার শাহজালাল মোল্লা মিলনের স্ত্রী যোহর বাদ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জহর নামাজ বাদ জানাজার শেষে নড়াইলের রাইখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শাহজালাল মোল্লা মিলনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু,  সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ মানজারুল ইসলাম, নির্বাহী সদস্য বাপ্পি খান ও মোঃ হেলাল মোল­াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।