খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীর সেনপাড়ায় সমিতির সভানেত্রীর বিরুদ্ধে সদস্যদের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


নগরীর দৌলতপুরের পূর্ব সেনপাড়ায় ইসলামী ব্যাংক সমিতির আনোয়ারা বেগম নামের এক সভানেত্রীর বিরুদ্ধে কৌশলে সদস্যদের নামে ১৫ লাখ টাকা ঋণ তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। আনোয়ারা বেগম দৌলতপুর থানাধীন পূর্ব সেনপাড়ার মা মঞ্জিলের আইয়ুব আলী হাবিলদারের স্ত্রী। দরিদ্র এ সকল সদস্যদের নামে ঋণ তুলে টাকা পরিশোধ না করে উল্টো তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির হুমকি প্রদান করছে। ঋণের কিস্তির চাপে সর্বশান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র সদস্যরা। এ ঘটনায় থানায় একটা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সদস্যরা।
পূর্ব সেনপাড়ার পিয়া বেগমসহ ১৪ জন মহিলা সদস্যের স্বাক্ষরিত থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানাধীন পূর্ব সেনপাড়া এলাকার মা মঞ্জিলের আউয়ুব আলী হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগম নিজের বাড়ির ২য় তলার কাজ করার সময় তাদের টাকার প্রয়োজন হয়। আনোয়ারাদের বাড়িতে প্রতি সপ্তাহে ইসলামী ব্যাংক ক্ষুদ্র ঋণ সমবায় সমিতির  বৈঠক বসে। ঐ সমিতির সভানেত্রী আনোয়ারা বেগম তার বাড়ির কাজের প্রয়োজনে অত্যন্ত কৌশলে বিভিন্ন সদস্যদের নামে প্রায় ১৫ লাখ টাকা ঋণ উঠিয়ে নেয়। আনোয়ারা বেগম ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় যাদের নামে ঋণ তোলা হয়েছিল তাদেরকে সমিতির পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় বিষয়ে আনোয়ারা বেগম ঋণের টাকা পরিশোধ না করে উল্টো যাতের নামে ঋণ তুলেছে তাদেরকে হুমকি থামকি দেওয়া হচ্ছে। বর্তমানে আনোয়ারা বেগম আত্মগোপনে গিয়ে বিভিন্ন মাস্তান শ্রেণি লোক দিয়ে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।