খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা-১ আসনে আমীর এজাজ খানকে বিএনপি’র মনোনয়ন দেবার দাবিতে বিশাল নির্বাচনী জনসভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে প্রতিদিনের সভা-সমাবেশ দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার মিছিলে প্রতিদিন সরব তার অনুসারিরা। গতকাল বৃহস্পতিবার বিকালে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশ^রোড সাচিবুনিয়া মোড়ে বিশাল নির্বাচনী জনসভা বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত নজর কেড়েছে সকলের। নেতা-কর্মীদের দাবি, খুলনা-১ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আমীর এজাজ খান ইতিপূর্বে ২০০১, ২০০৮ এবং ২০১৮ সালে নির্বাচন করেছিলেন। দাকোপ-বটিয়াঘাটার তার বিপুল জনসমর্থন রয়েছে। পরিবর্তিত এ পরিস্থিতিতে তাকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের দুর্গ খ্যাত এ আসনটি বিএনপি’র ঘাঁটিতে পরিণত হবে বলে প্রত্যাশা নেতা-কর্মী-সমর্থকদের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনীয় জনসভায় জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক আমীর এজাজ খানের দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় আবেগ-আপ্লুত হয়ে পড়েন নেতা-কর্মীরা। দীর্ঘ রাজনৈতিক জীবনের সাথীরা এ সময়ে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন স্লোগান দিয়ে খুলনা-১ আসনে দলীয় মনোনয়নে আমীর এজাজ খানের বিকল্প নেই বলে দাবি করেছেন।
বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শেখ আশিকুজ্জামান আশিক। ছাত্রনেতা মোঃ ঈসমাইল হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, কামরুল ইসলাম শিপার, মাহবুবুর রহমান নান্টু, মোঃ সাইফুর রহমান, ওয়েদুজ্জামান ওহেদ, মোঃ কারিমুল ইসলাম, মোঃ বাহাদুর মুন্সী, মোঃ রাসেল শেখ, মোঃ হাফিজুর রহমান বাবু, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, মোঃ হেলাল হোসেন ও মোঃ বাপ্পী খাঁন প্রমুখ।
আমীর এজাজ খান বলেন, জীবনের চার দশক বিএনপি’র জন্য বিলিয়ে দিয়েছি, বাকি জীবনটাও জনসেবায় অতিবাহিত করতে চাই। আমি দাকোপ-বটিয়াঘাটাবাসীর পাশে ছিলাম, আমৃত্যুই আছি ইনশাআল্লাহ। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমার সারাজীবনের রাজনৈতিক অভিজ্ঞতায় দাকোপ-বটিয়াঘাটাকে মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবো।