খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীতে শ্রমিকদের মারপিট ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ

নগর স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান মিঠুর সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা রঞ্জু মনোয়ারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিকদের মারপিট ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ময়ূর নদী ব্রিজের পাশে এমএ বারী লিংক রোডে দেনারাবাদ মৌজায় আমাদের ৭১ শতক জমি রয়েছে। এর মধ্যে ১২ দাগে আমার নামে ২০ শতক এবং ১৩ দাগে ৫১ শতক জমি আমার স্বামী মোঃ শাহজালালসহ তার ৬ ভাই-বোনের নামে দলিল রয়েছে। এই দুই দাগের ৭১ শতক জমি তিন পাশ প্রাচীর নির্মাণ করা হয়েছে আগেই। কিন্তু সামনের অংশের অর্থাৎ ১২ দাগের সামনের অংশ ফাকা থাকায় গত ১৯ নভেম্বর (বুধবার) সকালে আমরা সেখানে শ্রমিক লাগিয়ে প্রাচীর নির্মাণ কাজে হাত দেই। সকাল ৮টা থেকে কাজ শুরু হওয়ার পর আমার স্বামী নাস্তা করার জন্য বাড়িতে আসেন। বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে ৯-১০ জন সন্ত্রাসীরা এসে দেয়াল নির্মাণে বাধা দেয় এবং শ্রমিকদের মারধোর করে কাজ বন্ধ করে দেয়। নিরীহ শ্রমিকদের মারধোর করার ফলে তারা উত্তেজিত হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ওই সন্ত্রাসীদের বেধরক মারপিটে আমাদের কয়েজন শ্রমিক গুরুতর জখম হন। একই দিন বিকেলে সন্ত্রাসীরা ফের জমিতে গিয়ে নির্মাণাধীন প্রাচীর পুরোপুরি ভেঙ্গে দেয়। এরপর ওই সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা প্রতিনিয়ত আমাদেরকে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। 
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার শ্বশুর শাহ আজিজুর রহমান ১৯৯০ সালে আসাদুজ্জামান মিঠুর মা কোহিনুর বেগমের কাছে ১৫.৬৫ শতক জমি বিক্রি করেন। যার সিএস খতিয়ান নং ৮, এসএ খতিয়ান ৭, আরএস ৩, দাগ ৭০ এবং দলিল নং ৬৯৭। এরপর কোহিনুর বেগম ওই জমি ২০১৩ সালে ইলিয়াস ও জিন্নাত সুরাইয়া এলিনের কাছে বিক্রি করে দেন। যার দলিল নং ৩৬৩৩/১৩। মজার ব্যাপার হচ্ছে জমিটি বিক্রি করে দেওয়ার পর কোহিনুর বেগম জালজালিয়াতির মাধ্যমে ওই জমি তার মেয়ে উম্মে সালমার নামে হেবা দলিল (নং ৩৫৩৩/২২) করে দেন। এখানে আমাদের প্রশ্ন হলো বিক্রিত জমি তিনি কিভাবে হেবা করে দিলেন।
তিনি বলেন, আমরা ১৩ দাগের জমি সম্পূর্ণ বুঝে না পাওয়ায় আদালতে বন্টন মামলা দায়ের করি। যা চলমান রয়েছে। রায় না হওয়া পর্যন্ত স্থায়ী নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তারা আদালতের আদেশ উপেক্ষা করে জমিতে প্রথমে কোনিুর বেগমের নামে একটি সাইন বোর্ড টাঙিয়ে দেয়। এরপর সেই সাইনবোর্ড নামিয়ে উম্মে সালমার নামে আরেকটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। ফলে গত ২৭ অক্টোবর সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে থানা থেকে পরপর দুইবার বিবাদীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ করা হলেও তারা থানায় আসেনি। বরং সন্ত্রাস সৃষ্টি করে আমার শ্রমিকদেরকে মারধোর ও দেয়াল ভেঙ্গে দিয়ে জোরপূবক জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানী করা হচ্ছে। আমি এবং আমার পরিবার এই সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চায় তারা।