খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় বিভিন্ন কর্মসূচিতে আজিুজল বারী হেলাল

আমরা পুরনো জরাজীর্ণ ব্যবস্থা ফেলে নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


বিএনপি’র নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “অনভিজ্ঞ দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে বাংলাদেশ মক্কেল রাষ্ট্রে পরিণত হবে। গতকাল বৃহস্পতিবার রূপসা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল সকালে রূপসার আল আকসা মাদ্রাসায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে “একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ করেন। বিকাল ৪টায় জাবুসায় মহিলা দলের আয়োজনে মতবিনিময় ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল বারী হেলাল। হেলাল বলেন, “প্রিয় মানুষেরা, আপনারা ঘরে ঘরে গিয়ে আমার সালাম পৌঁছে দেবেন। আমি হয়তো সবার বাড়িতে পৌঁছাতে পারবো না, তাই আমার সালাম পৌঁছে দেওয়া দলের সকল নেতা-কর্মীর দায়িত্ব।
তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। একটি দল সন্ত্রাসী কর্মকান্ডের কারণে দেশ ছেড়ে পালিয়েছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা চারবার দেশ পরিচালনা করেছি রাষ্ট্র পরিচালনায় আমাদের অভিজ্ঞতা রয়েছে। 
তিনি আরও বলেন, “আমরা পুরনো জরাজীর্ণ ব্যবস্থা ফেলে নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রæতিবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে এক কোটি বেকারের কর্মসংস্থান, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষানী কার্ড চালু করা হবে এবং এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান মহিলার কাছে। নির্বাচনকে ঘিরে দেশের মানুষের আগ্রহ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “দেশে এখন নির্বাচনী আমেজ। মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি।”
ইউনুস সরকারের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনী কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিএনপি বিশ্বাস করে ইউনুস সরকার একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে পারে; তবে ব্যর্থ হলে জনগণ ক্ষমা করবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, জেলা বিএনপি’র মোল্লা রিয়াজুল ইসলাম, কামরান হাসান, উপজেলা বিএনপি’র নেতা মোল্লা সাইফুর রহমান সাইফ, বিকাশ মিত্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, আবু সাঈদ, মহিলা নেত্রী শাহানাজ, মনিরা, মর্জিনা, এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বেলাল, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, মহিউদ্দিন মিন্টু, তারেক, নয়ন মোড়ল, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, রুবেল মীর ও আসাদুল ইসলাম বিপ্লব প্রমুখ।