খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

৬১তম জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক কার্যক্রম

মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন তারেক রহমান দেখছেন তা বাস্তবায়ন করবো জনগণকে নিয়ে : বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বৃহস্পতিবার খালিশপুর ৩নং ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম। ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে শত শত অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।
ডাঃ সালেহ আহমেদ পলাশের সভাপতিত্বে বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ আবু বকর, ডাঃ জুয়েল, ডাঃ জাকারিয়া, ডাঃ নিশান, ডাঃ হাসান ও ডাঃ প্রমিসহ ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান পলাশসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন, “মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন তারেক রহমান দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা জনগণের সঙ্গে আছি ও থাকবো।” মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, “যেসব ওষুধ তাৎক্ষণিকভাবে দেওয়া যায়নি বা যেসব টেস্টের প্রয়োজন হয়েছে সবকিছুর পূর্ণ দায়িত্ব আমাদের। প্রতিটি টেস্ট ও ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে।”
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে এবং খুব শীঘ্রই চক্ষু শিবিরও পুনরায় চালু করা হবে। শিক্ষার্থীদের কথা তুলে ধরে বকুল বলেন, “পয়সার অভাবে কোনো ছেলে- মেয়ে যেন স্কুলে ভর্তি হতে না পারে বা বই থেকে বঞ্চিত হয় এটা আমার এলাকায় হতে দেবো না।”
ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে বকুল ৩নং ক্যাম্প এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের কথা শোনেন। পরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।
খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বকুল বলেন, তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দেশের প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছেন।” 
তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।” অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।