খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

পাকিস্তানে আঠা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

খবর প্রতিবেদন |
০৫:৪৫ পি.এম | ২১ নভেম্বর ২০২৫


পাকিস্তানের একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণে কারখানাটি ধসে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। নিহতদের বেশিরভাগই পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা, যাদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো ।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের পশ্চিমে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে- কারখানার রাসায়নিক গুদামের ভিতরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় কারখানার ম্যানেজারকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ, তবে মালিক ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

পাকিস্তানি চ্যানেল আজ টিভির খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কারখানার ছাদ এবং আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং কমপক্ষে তিনটি বাড়িতে আগুন ধরে যায়।

জিও নিউজ জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের স্তূপ থেকে লোকজনকে উদ্ধার করে উদ্ধার করেছে। আহত সাতজনকে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক। গত সপ্তাহেও করাচিতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে চারজন নিহত এবং আরও ১১ জন আহত হন।
সূত্র: আলজাজিরা