খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় শোষণমুক্ত রাষ্ট্র গড়ে তোলার আহবান

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে দলটির জেলা কমিটির উদ্যোগে গতকাল বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর শহীদ মিনার চত্বরে সমাবেশ এবং একটি সুসজ্জিত লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করছে। এদেশের জনগণ দেখছে স্বাধীনতার পর সময় যত পেরোচ্ছে বৈষম্যও ততই বেড়ে চলেছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারে বারে গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে, অভ্যুত্থান করেছে। মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় শোষণমুক্ত রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
জেলা বাসদ’র আহবায়ক জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ও বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক কোহিনুর আক্তার কনা, সিপিবি দৌলতপুর থানা সাধারণ সম্পাদক এ কে এম শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি নুরু পাটোয়ারী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট খুলনা জেলা কমিটির আহবায়ক প্রলয় মজুমদার, সদস্য সচিব রবিন মন্ডল, প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের সংগঠক সনজিত মন্ডল, বাসদ খালিশপুর থানা আহবায়ক ইউনুস আহমেদ মাসুদ, সদস্য খাদিজা আক্তার, কুলসুম বেগম, রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, ব্যাটারী রিকশা সংগ্রাম পরিষদ খালিশপুর থানা সংগঠক নুর আলম, সদর থানা সংগঠক আব্দুল আলিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সদস্য তনয় রায় প্রমুখ।