খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

বটিয়াঘাটার সুরখালিতে ধানের শীষে ভোট চাইলেন পাপুল

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল গতকাল শুক্রবার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা বাজার ও মাইলমারীতে গণসংযোগ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর নিকট প্রার্থনা করেন। 
গাওঘরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসলি­দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পাপুল। পরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা মিছিল বের হয়। 
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাসিম সরদারের বাড়ি পরিদর্শন করেন পাপুল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। পরে মাইলমারা গ্রামে গণসংযোগ শেষে তিনি বটিয়াঘাটা সদরে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান লেলিন, জেলা বিএনপি’র সদস্য মোঃ পাইলট, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, জলমা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আসাবুর  রহমান হাওলাদার, জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহানা ইসলাম, বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সদস্য সচিব কানিজ ফাতেমা নুপুর, সুরখালি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোহাম্মদ এনামুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল­াহ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তারেক হাবিবুল­াহ, মহানগর যুবদলের আহŸায়ক কমিটির সদস্য মেহেদী হাসান বাবু, ফজলুর রহমান ফারুক, বিশ্বজিত গোলদারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।