খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

ডুমুরিয়ায় যুবতী অপহরণকারী জুবায়ের ঢাকায় গ্রেফতার, ভিকটিম উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


ডুমুরিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি জুবায়ের কাজি (২৩) কে গ্রেফতার ও অপহৃত যুবতী পূজা মন্ডল (১৮) কে উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার এস আই শাহিন কাদিরের নেতৃত্ব পুলিশের একটি টিম গত বুধবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার সাভার থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। আসামি জুবায়ের কাজি উপজেলার গুটুদিয়া গ্রামের আক্তার কাজির ছেলে। ভিকটিম সনাতনী স¤প্রদায়ের পূজা মন্ডল গুটুদিয়া গ্রামের সুব্রত মন্ডলের কন্যা। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী। 
মামলা অভিযোগে জানা গেছে, গত ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে মামলার প্রধান আসামি জুবায়ের কাজির নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাস যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পরদিন ১৬ নভেম্বর ভিকটিমের পিতা সুব্রত মন্ডল বাদী হয়ে অপহরণের অভিযোগ থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের বিশেষ অভিযান ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। তিনি বলেন, অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।