খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এক লাখ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। শুক্রবার সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, ৪৯ বিজিবি’র বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী মোঃ শফিকুল ইসলাম (৪৬), পাসপোর্ট নং ই০০৭৪৫৬৬৩-এর ল্যাগেজ তল্লাশি করলে ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।