খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ইপিজেডের ৮০ জন শ্রমিক অসুস্থ

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এসময় দৌড়ে বের হতে গিয়ে ৫ নারী শ্রমিক আহত হয়েছেন। অসুস্থদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতালে এবং ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমেক হাস্পাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়।
ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বেন্ডিক্স কোম্পানিতে ভূমিকম্প অনুভূত হলে শ্রমিকরা তড়িঘড়ি করে নামতে গিয়ে একজন আরেক জনের গায়ে পড়ে আহত হয়। বেপজা ও মেডিকেল ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৫০-৬০ জন আহত হয়েছেন। প্যানিক এ্যাটাক হয়েছে কয়েকজনের।
বেন্ডিক্সের কর্মরত নারী কর্মচারী রেহানা আক্তার জানান, আমাদের ফ্যাক্টরিতে কয়েকজন ভূমিকম্পের সময় কয়েকজন নারী শ্রমিক ভয় পেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসুস্থ হয়ে গেলে তাদের কয়েকজনকে বেপজা হাসপাতাল এবং অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।