খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

গোপালগঞ্জে ভূমিকম্পে যুবক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:২৯ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


গোপালগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় আতংকে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে। আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার আনুমানিক সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতংকিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মানুষ আতংকে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। আতংকিত হয়ে সবাই দিক বিদিক ছোটাছুটি করে তবে, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূকম্পনে বিল্ডিং কেপে উঠলে মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।
শহরের চাঁদমারি রোডের বাসিন্দা এড. তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, হঠাৎ করে ঘরবাড়ি কাপতে থাকে। এ সময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।